মোঃ সেলিম মিয়া, নরসিংদী থেকে||
দেশের বৃহৎ পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। হাটের ৫ হাজার দোকানে সাপ্তাহিক লেনদেন প্রায় ৫০০ কোটি টাকা। এই হাটকে কেন্দ্র করেই মাধবদী অঞ্চলে গড়ে উঠেছে বস্ত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছোট,বড় কয়েক হাজার শিল্প কারখানা। যাতে কর্মসংস্থান হয়েছে প্রায় ১০ লাখ মানুষের। সদা প্রাণ চঞ্চল এই অঞ্চলের মানুষের কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে। কারণ যে মহাসড়ককে কেন্দ্র করে জমে উঠেছিল মাধবদী-বাবুরহাট, সেই ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রশস্থকরণ প্রকল্পে মাধবদী-বাবুরহাটকে বাদ দিয়ে বাইপাস নির্মাণের পরিকল্পনা সড়ক ও জনপথ বিভাগের। ইত্যে মধ্যে বাইপাসের সকল কার্যক্রম চুড়ান্ত পর্যায় নিয়ে গেছে কর্মকর্তারা। বাইপাস নির্মাণের ফলে একদিকে ১৫০একর চার ফসলি কৃষি জমি ধ্বংস হবে অপরদিকে প্রাণ হারাবে বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত মাধবদী ও প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাট। ট্রান্স এশিয়ান এই মহাসড়কটি সঠিক পরিকল্পনায় পূর্বের অবস্থান ঠিক রেখে দ্রুত বাস্তবায়নের জন্য পরিকল্পনা মন্ত্রনালয়, সড়ক ও সেতু মন্ত্রনালয় ,শিল্প মন্ত্রনালয়,স্থানীয় সংসদ সদস্য,জেলা প্রশাসন সহ সরকারের উচ্চ মহলে চিঠি দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবী দেশের অন্যতম পাইকারি দেশীয় কাপড়ের হাট বাচাঁতে হলে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে মাধবদী-বাবুরহাট অংশ বিচ্ছিন্ন করে বাইপাস সড়ক নির্মাণ করা যাবে না। সড়ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে অনৈতিক সুবিধা আদায়ের জন্য এ বাইপাস রাস্তা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাইপাসের কৃষি জমিতে সরকারের কাছ থেকে কোটি কোটি হাতিয়ে নেওয়ার জন্য ইত্যে মধ্যে বিভিন্ন স্থাপনা নির্মান করছে একটি অসাধুচক্র। এ প্রকল্প বাস্তবায়ন করলে সরকারের কোটি কোটি টাকা লোটপাট হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্যমতে, ২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেকে) চূড়ান্ত অনুমোদন হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্প। মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের এই প্রকল্পের নরসিংদী অংশে রয়েছে ৫২ কিলোমিটার এলাকা। চলতি বছর থেকেই শুরু হওয়ার কথা রয়েছে এই মহাসড়কের কাজ। তবে নরসিংদীর প্রবেশ মুখ শিমুলতলা থেকে বাগহাটা অঞ্চলকে ঘিরে ৮ কিলোমিটার সড়ক বর্তমান মহাসড়ক থেকে বিচ্ছিন্ন করে বাইপাস সড়ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট বিভাগের। যা বাস্তবায়িত হলে যৌলশ হাড়াবে জেলার অন্যতম বাণিজ্য নগরী ও দেশের সবচয়ে বড় দেশীয় কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাট ও মাধবদী অঞ্চল। ফলে থুবরে পড়বে জেলার অর্থনৈতিক ব্যবস্থা। সেই সাথে নতুন জমি অধিগ্রহণে বিপুল পরিমান সরকারী অর্থ ব্যায় এবং বিনষ্ট হবে ১৪৭ এশর চার ফসলি কৃষি জমি। তাইতো পূর্বের সড়ককে কেন্দ্র করেই মহাসড়ক ৬ লেন প্রকল্প বাস্তবায়নের দাবী দেশীয় কাপড়ের ৮০ ভাগ পূরণকারী এই অঞ্চলের ব্যবসায়ীদের। বাবুরহাটের ব্যবসায়ী মোতালিব হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া বাবুরহাট বাচাঁন ব্যবসায়ীদের বাচাঁন। বাবুরহাট বাঁচলে সরকারে রাজস্ব বাড়বে। আর ধংস হয়ে গেলে কারও লাভ কি। বাইপাস নির্মান হলে লাভ কয়েক জন অসাধু চক্রের। অন্যদিকে ফজলুল হক নামে আরেক ব্যবসায়ী বলেন,সড়ক বিভাগে কিছু অসাধু কর্মকর্তা যোগসাজসে যে দিক দিয়ে বাইপাস রাস্তা হবে তার সে দিক দিয়ে এখনই জমি ক্রয় করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে যাতে সরকারর কাছ থেকে ভালো ক্ষতিপূরণ পায়। বাবুরহাট অংশে ছয় লেন হলে তারা কোন টাকা পয়সা পাবে সে জন্য তারা এখন বিরুদীতা করছে। একটি মহল কে সুবিধা দেওয়ার জন্য বাইপাস রাস্তা করার পায়তারা করা হচ্ছে। এটা বাবুরহাটের ব্যবসায়ীরা কখনও মানবে না। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ প্রেসিডেন্ট ও এফবিসিআইসির পরিচালক আলী হোসেন শিশির বলেন,আমাদের বাবুরহাট বাজারের অস্তিত্ব রক্ষা করতে হবে। অত্র অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বেঁচে থাকবে ঢাকা-সিলেট মহাসড়ক থাকলে। কার র্স্বাথে এ বাইপাস সড়ক নির্মাণ করতে হচ্ছে। বাইপাসের কারণে ১৪৭ একর কৃষি জমি নষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষি জমি নষ্ট করে কোন রাস্তাঘাট চায় না। ঢাকা-সিলেট মহাসড়কের বাবুরহাট অংশে ছয় লেন নির্মাণ করলে কোন কৃষি জমি নষ্ট হবে না। ট্রান্স এশিয়ান এই মহাসড়কটি সঠিক পরিকল্পনায় পূর্বের অবস্থান ঠিক রেখে দ্রুত বাস্তবায়নের জন্য পরিকল্পনা মন্ত্রনালয়, সড়ক ও সেতু মন্ত্রনালয়,শিল্প মন্ত্রনালয়,স্থানীয় সংসদ সদস্য জেলা প্রশাসন সহ সরকারের উচ্চ মহলে চিঠি দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। মাধবদী পৌরসভা মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন,জেলার পাশাপাশি দেশীয় অর্থনীতিতে ভুমিকা রাখছে নরসিংদীর শেখেরচর-বাবুরহাট ও মাধবদী অঞ্চল। সরকারের সিদ্ধান্ত সড়ক উন্নয়ন যেমনি জরুরী তেমনি ব্যবসায়ীক এলাকাও বাঁচিয়ে রাখা গুরুত্বপূর্ন। তাই পূর্বের সড়ক ঠিক রেখে মহাসড়ক প্রশস্থ করলে বাবুরহাটের ব্যবসা সম্প্রসারণর হবে। ফলে সড়ক উন্নয়ন,অর্থনীতির পাশাপাশি বাঁচবে কৃষি জমি ও সরকারের অনর্থক অর্থ ব্যায় কমে আসবে। বাইপাস রাস্তার হবে শুনে কিছু সুবিধা ভোগীরা এখন বিভিন্ন স্থাপনা তৈরি করছেন। সেই সাথে নার জমি কে পুকুর তৈরি করছেন যাতে করে ক্ষতিপূরনে বেশী টাকা পাওয়া যায়। আমাদের স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম ব্যবসায়ীদের কথা চিন্তা করে বাইপাস বন্ধ করতে ডিউ লেটার দিয়েছে সড়ক ও সেতুমন্ত্রীর নিকট। নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মোফাজ্জল হায়দার বলেন, ট্রান্স এশিয়ান এই আন্তর্জাতিক মহাসড়কটিতে যান চলাচল নির্বিঘেœ করতেই ৮ কিলোমিটার এলাকায় বাইপাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে স্থানীয় লোকজন ব্যবসায়ীক স্বার্থে বাইপাসের বিরোধীতা করে পূর্বের মহাসড়ক দিয়েই প্রকল্প বাস্তবায়নের দাবীটি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে এসেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক তা যাচাইয়ে কমিটি গঠন করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ সামগ্রিক বিষয় বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে ব্যবসায়ীক জোন ঠিক রাখতে শেখেরচর-মাধবদী অঞলের বর্তমান মহাসড়কটিকেও চার লেনের পাশাপাশি বাস-বে এবং অধিকতর সুবিধা দেয়ার চিন্তা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন,ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর কিছু অংশে সম্ভাব্য পরিবর্তন আসতে পারে। বাবুরহাট আড়ালে পড়ার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রালয়কে জানানো হয়েছে, মন্ত্রানালয় বাকী সিদ্ধান্ত নেবেন। তবে অচিরেই জাতীয় এই সড়কের প্রশস্থ করণর কাজ শুরু হবে বলে আশাবাদী তিনি।