আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার সাদুল্লাপুরের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে ক্ষিপ্ত হয়ে এক যুবককে রাতের আঁধারে হত্যার চেষ্টা। থানায় এজাহার দাখিল।
এজাহার সূত্রে ও সরেজমিনে প্রকাশ,সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের ফজোপাড়ার মুহাঃ জাহাঙ্গীর আলম ওরফে ছাত্তারের ছেলে মুহাঃ রাহাতুজ্জামান সরকার রিপনের পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের পাশাপাশি বিশ্রামগাছী গ্রামের মোকছেদ আলীর ছেলে আতাউর রহমান (২২) ও মনিরুল ইসলাম (২০) গং-দের সাথে দীর্ঘদিন ধরে মনোমালিন্য সহ পূর্ব শত্রুতা চলে আসছিলো। ফলে বিভিন্ন সময় ওই শত্রু পক্ষ রাহাতুজ্জামান রিপন ও তার পরিবারের লোকজনকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে আসছিলো।
আর এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে রাহাতুজ্জামান রিপন (৩২) মহিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলো।
পথিমধ্যে জনৈক সোহেল মিয়ার পরিত্যক্ত বসতবাড়ির নিকট পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা আতাউর ও মনিরুল সহ আরো অপরিচিত বেশ কয়েকজন রাহাতুজ্জামান রিপন এর পথ রোধ করে। এমন সময় কোনো কিছু বুঝে উঠার আগেই তারা রিপনের গলায় রশি পেঁচিয়ে টেনে হেচড়ে চ্যাংদোলা করে রাস্তার পাশে ওই পরিত্যক্ত বসতবাড়ির পিছনে নিয়ে বেদম মারপিট করে। একপর্যায়ে রিপনের ডান পায়ের উরুতে ধারালো ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে। রিপনের আত্ম চিৎকারে ওই পথ দিয়ে লোকজনের আনাগোনা টের পেয়ে সশস্ত্ররা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
পরে আহত রাহাতুজ্জামান রিপনকে স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে অভিযুক্তদের দেখা না পাওয়ায় তাদের মতামত জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে আহতের পিতা মুহাঃ জাহাঙ্গীর আলম ওরফে ছাত্তার বাদি হয়ে ইতিমধ্যেই সাদুল্লাপুর থানায় একখানা এজাহার দাখিল করেছেন।