নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলামের অনেক সততার মাঝেও টিকে থাকা হলো না থানায়। গত রবিবার (৫ এপ্রিল) পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিনা কারণে, কানো ক্লু না পেঁয়েও থানা থেকে বদলী করে দেন।
সূত্রমতে, গত (৩ এপ্রিল) সোনারগাঁ রয়েল রিসোর্টে বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক তাঁর স্ত্রী নিয়ে ঘুরতে জান । সেখানে রিসোর্টের ব্যবসায়ী কিছু সংখ্যাক কু-চক্রী মহল স্থানীয় নামধারী আওয়ামী পন্থিদের ভুল তথ্যে দেওয়াতে। মাওলানা মামুনুল হককে নামধারী আওয়ামী পন্থি রফিকুল ইসলাম নান্নুসহ কয়েকজন মিলে তাকে অপমান-অপদস্থ্য করেন। এমন ঘটনার সূত্র পেঁয়ে থানা পুলিশের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল যাছাই-বাছাই করে মামুনুল হককে ছেড়ে দেন।
অনুসন্ধান মতে, তৎকালিন সময়ে থানার ওসি রফিকুল ইসলাম ছুটিতে ছিলেন। তাঁরপরেও বিনা কারণে তাকে বদলীর আদেশ গ্রহণ করেন পুলিশের একটি উর্ধ্বতন মহল ।এতে করে সোনারগাঁও্র থানার স্থানীয় সাধারণ জনগণ অনেক দু:খ প্রকাশ করেছেন। এবং তিনি বিশেষ করে গণমাধ্যম কর্মীদের একজন সঠিক বিবেচনায় একজন আশ্রায় স্থল ছিলেন। গণমাধ্যম কর্মীদের সূখে-দুখে সর্ব সময়ে নিবেদিত প্রাণ ছিলেন তিনি।