সাতক্ষীরা প্রতিনিধি-◊◊◊
সাতক্ষীরা শহরে এস.এল বাইক পয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে ৫ টায় শহরের কাটিয়া টাউন বাজরে এস.এল বাইক পয়েন্টের নিজস্ব শো-রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এস.এল বাইক পয়েন্টের ব্যবসায়ী শেখ শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আছাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল, সাতক্ষীরা রিকন্ডিশন মোটরসাইকেল শো-রুম মালিক সমিতির সভাপতি সৈয়দ রেজাউল হোসেন টুটুল, সাতক্ষীরা রিকন্ডিশন মোটরসাইকেল শো-রুম মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকরামুজ্জামান লিটন, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস ও রিকন্ডিশন মোটরসাইকেল ব্যবসায়ী প্রমূখ।