সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা হতে একজন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেন র্যাব ।বুধবার (১২ মে) রাত ৮ ঘটিকা সময় র্যাব-১১’র আভিযানে সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় শামীম নামে একজন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে চাঁদাবাজির ৮৬০টাকা উদ্ধার করেন।
অনুসন্ধানে জানাগেছে, মোঃ শামীম (২৮), জেলা পাবনা।এ চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
এবিষয়ে র্যাব-১১’র এএসপি প্রণব কুমার জানান, অভিযুক্ত চাঁদাবাজ আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।