সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের সাথে সুন্দরগঞ্জ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সদস্য ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়াস্থ সাংসদের বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দ, সহ-সম্পাদক মো. নূরুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. ওবাইদুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এম মাহফুজার রহমান, সদস্য মো. নুরুন্নবী মিয়া, মো.আব্দুল লতিফ মিয়া, বামনডাঙ্গা শিশু নিকেতনের পরিচালক মো. আবুল কাশেম প্রমূখ।

সভায় বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধান, একাডেমিক ভবন, শেখ রাসেল ল্যাব, কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Tags: সাংসদ