অনলাইন ডেস্ক♦♦
পিআইবি ১৮তম ব্যাচ এলামনাই এসোসিয়েশন’র পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক সায়েম মাহবুব মজুমদারের স্মরণে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল (২৯ মে) ২০২৩ সোমবার বাদ আসর রাজধানীর সার্কিট হাউজ জামে মসজিদে পিআইবি শিক্ষার্থী প্রয়াত সায়েম মাহবুব মজুমদারের স্মরণে পিআইবি শিক্ষার্থী সহ প্রায় শতাধিক মুসল্লিদের উপস্থিততে এ মিলাদের অংশগ্রহণ করা হয়েছে।
এ মিলাদ মাহফিলের অংশগ্রহণ হিসেবে সভাপতিত্ব করেন, পিআইবি ১৮তম ব্যাচ এলামনাই এসোসিয়েশন’র সভাপতি আব্দুল হালিম নিশাণ ও সঞ্চালনায় ছিলেন মো: রফিকুল ইসলাম সুমন।
মিলাদ মাহফিলে যাদের জন্য দোয়ার অংশ হিসেবে- প্রয়াত সায়েম মাহবুব মজুমদার, পিআইবি সাবেক ডিজি মো: শাহ আলমগীর, প্রভাষক কামরুন নাহার ও হারুন অর রশিদ তাঁদের আত্মার শান্তি কামনায় প্রায় শতাধিক মুসল্লিদের এই প্রার্থনা অংশ বিশেষ ছিল।
এসময় উপস্থিত ছিলেন, পিআইবি ১৮তম ব্যাচ এলামনাই এসোসিয়েশন’র সভাপতি আব্দুল হালিম নিশাণ, সাধারণ সম্পাদক রাজিবুল হাসান, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক গাজী তানভীর আহমেদ, রফিকুল ইসলাম সুমন, রকিব হাসান, আহম্মেদুল কবির ও পিবজা সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।