অনলাইন ডেস্কঃ
একজন সাংবাদিক অন্য সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট-ভিত্তীহিন সংবাদ প্রকাশ করে অসৎ উদ্দেশ্য হাসিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিদ্ধিরগঞ্জে একটি চক্র।নারায়ণগঞ্জের কিছু সংখ্যাক স্থানীয় আন্ডার গ্রাউন্ড পত্রিকা রয়েছে অবৈধ অর্থ পেলেই যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করা হয়।তাঁদের এমন কর্মকান্ডে নারায়ণগঞ্জবাসী হতাশ।সমাজের সম্মানিত লোকের মান ক্ষুন্ন করেন অবৈধ অর্থের লোভে এমন কান্ড।
এবিষয়ে নারায়ণগঞ্জবাসীর সচেতন মহল নাম প্রকাশে অনেচ্ছুক শতাধিক লোকে জানিয়েছেন, স্থানীয় এমন কিছু সংখ্যাক আন্ডার গ্রাউন্ড পত্রিকা রয়েছে ’একই দিনে,একই ব্যক্তির নামে’ পক্ষে বি-পক্ষে সংবাদ প্রকাশ করেন অবৈধ অর্থের জন্য।এ কেমন সংবাদপত্র। যাছাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করা হয়। এধরনের অভিযুক্ত বিষয় গুলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কিংবা উর্ধ্বতন কর্তৃপক্ষ আমলে নেওয়া জরুরী বলে মনে করেন।