নরসিংদী প্রতিনিধি:
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও মুক্তির দাবীতে নরসিংদীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। স্বাধীন দেশে স্বাধীন গনমাধ্যম চাই। এই শ্লোগানকে সামনে রেখে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও মুক্তির দাবীতে নরসিংদীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের উদ্যেগে গনমাধ্যম কর্মীরা এই মানবন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তির দাবী জানানো হয়। অন্যথায় আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকাল ১০টা থেকে শুরু হওয়া মানববন্ধনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেয়। এসময় কারাবন্ধি রোজিনা ইসলামের ছবি সংবলিত বিভিন্ন ব্যানার পোষ্টার ও প্লেকার্ড পদর্শন করা হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মাখন দাশ সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি,সাবেক সভাপতি নিবারন রায়,সাবেক সাধারন সম্পাদক নূরুল ইসলাম,কোষাদক্ষ সেলিম মিয়া,সহ-সাধারন সম্পাদক আহাদুল হক সমির,হলদর দাশ,চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সঞ্জিত সাহা,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আসাদ্দুজামান রিপন সহ বিভিন্ন প্রিন ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দরা। মানববন্ধনে বক্তারা বলেন,চক্রান্ত করে রোজিনা ইসলামকে ফাঁসানো হয়েছে। দুর্নীতির খবর পত্রিকায় প্রকাশের জের ধরেই আমলারা পরিকল্পিত ভাবে তাকে ফাঁসানো হয়েছে। ন্যকার জনক এই ঘটনার জন্য জাতিসংঘও বিবৃতি দিয়েছে। তার পরও রোজিনা ইসলামকে মুক্ত করা হয়নি। বক্তারা আরো বলেন,গনমাধ্যম এখন হুমকির মুখে। অন্যায় অনিয়মের খবর প্রকাশ করলেই সাংবাদিকদেরকে হামলা মামলার শিকার হতে হচ্ছে। এতে করে সাংবাদিকদের নয় পরোক্ষ ভাবে রাষ্ট্রেরই ক্ষ করা হচ্ছে।