সিদ্বিরগঞ্জ প্রতিনিধি♦♦
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি দৈনিক আমার সংবাদ’র সাংবাদিক আমির হোসেনের বাবা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল (১০ জুন) শনিবার রাত ৯ টা ৩৭ মিনিটের সময় সিদ্বিরগঞ্জ হাউজিং নিবাসী হাজী ইয়ার আহমেদ সাইনবোর্ডের প্রোঅ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল হয়েছেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর৷ পরিবারে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন৷ মরহুম ইয়ার আহমেদ এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় আজ রবিবার দুপুর ২ ঘটিকার সময় হাউজিং জামে মসজিদ প্রাঙ্গনে।
জানাগেছে, ইয়ার আহমেদ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র একজন অফিসার হিসেবে অবসর গ্রহণ করে, সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় তাঁর নিজস্ব বাড়িতে বসবাস করতেন। বড় ছেলে বিজিবিতে ( র্যাব-৩)কর্মরত, মেয়ে একজন ডাক্তার, ছোট ছেলে দৈনিক আমার সংবাদ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
মরহুম ইয়ার আহমেদ এর আত্মার শান্তি কামনায়, শোক সন্তপ্ত পরিবারকে দৈনিক সকালের কাগজ’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।