আমিরুল ইসলাম কবির♦♦
গাইবান্ধা জেলা মহিলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার কর্তৃক পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদকের নামে ফেসবুকে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচির ডাক দেয়া হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০ টায় স্থানীয় চৌমাথা মোড়ে এক মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসুচী পালিত হয়েছে।
পলাশবাড়ী প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি ফেরদাউছ মিয়ার সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র,এনজিও ফেডারেশনের সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,সাইদুর রহমান মাষ্টার,নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,আশরাফুজ্জামান সরকার,নুর মোহাব্বত,সহ সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর,কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল,দপ্তর সম্পাদক মিলন মন্ডল,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুস চন্দ্র রায়,ক্রীড়া সম্পাদক মতিয়ার রহমান লাভলু,ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবেদুর রহমান সবুজ, কার্যকরী সদস্য ফজলুল হক দুদু,আমিরুল ইসলাম কবির, ফজলার রহমান,সাদেকুল ইসলাম রুবেল,সাংবাদিক পাপুল সরকার,মতিন মোহাম্মদ, ওমর ফারুক,শরিফুল ইসলাম, ও জেনারুল ইসলাম ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে শ্যামলী আকতারকে দ্রুত আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে মানববন্ধনে উপস্থিত গণমাধ্যম কর্মীরা মহাসড়কে ৫ মিনিট অবরোধ করে এবং ৫ মিনিট শেষে অবস্থান তুলে নেয়।