নিজস্ব প্রতিবেদকঃ
সনাতন ধর্মাবলম্বীদের সাথে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বিনিময় এবং পূজার উপহার শাড়ী কাপড় বিতরণকরা হয়। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে দশটা থেকে ১৫ অক্টোবর রাত সাড়ে তিনটা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু নেতাকর্মীদের সাথে নিয়ে সূত্রাপুর এলাকার গৌতম মন্দির, আর্য্য মন্দির, একরামপুর পূজা কমিটি, কুলুটুলা পূজা কমিটি, দামপাড়া মন্দির, শ্রী শ্রী যুতঁ মদন গোপাল ভিউ বিগ্রহ ঠাকুর মন্দির, সবুজ স্বপন সংঘ, নর্থ ব্রুক হল রোড সার্বজনীন পূজা কমিটি ও শ্যামপুরের ১নং লাল মোহন পোদ্দার লেন, ফরিদাবাদে পূজা মন্ডপে যান এবং অর্চনারত পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত দর্শনার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পূজার উপহার শাড়ী কাপড় বিতরণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি অসাম্প্রদায়িক দেশ। আমরা একই বৃত্তে দুইটি ফুল হিন্দু, মুসলিম। এদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেমিশে আমাদের উৎসব পালন করে থাকি। আমাদের সকল ধর্মের মানুষের সৃষ্টিকর্তা একজনই। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না! বিভেদ সৃষ্টি করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, তারাই ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক অপশক্তি। এই অপশক্তি বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে আছে! মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আমরা নির্বিগ্নে ধর্ম কর্ম পালন করতে পারি। আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করবেন। তিনি ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে পূজা মন্ডপে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক এর দায়িত্ব পালন করছে! সাম্প্রদায়িক, ধর্মান্ধ অপশক্তি চক্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ সদা জাগ্রত। সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু বলেন বাঙালির হাজার বছরের ঐতিহ্য শারদীয় দূর্গোৎসব। এ উৎসব সার্বজনীন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষের জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করেছেন। জাতির পিতার রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি সকল ধর্মের মানুষের ধর্ম কর্ম পালনের জন্য নিরবিচ্ছিন্ন পরিবেশ তৈরি করেছেন।সম্প্রতি কুমিল্লায় সংঘটিত ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে মর্মে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ প্রতিটি পূজা মন্ডপে সতর্ক অবস্থানে রয়েছে! সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সকল ধরনের অপতৎপরতা রুখে দিতে স্বেচ্ছাসেবক লীগ সবসময় সজাগ আছে। যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে জাতির পিতার অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলাদেশ। এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ইমন, সূত্রাপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডঃ শাহীনুল ইসলাম, উপ- দপ্তর সম্পাদক অ্যাডঃ মোঃ মনির হোসেন, উপ -স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ জয় হাজরা, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় পরিষদ সদস্য, আসাদুজ্জামান রনো, সুবল ঘোষ, বিশ্বজিৎ সাহা, ইশতিয়াক জুয়েল, টিপু সুলতান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ গোপাল সহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।