স্টাফ রিপোর্টার,গাইবান্ধা♦♦
গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি গাইবান্ধা ৩ পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক বলেছেন,সনাতনী ধর্মালম্বীদের পাশে থাকবে বিএনপির নেতাকর্মীরা। হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু নয় তারাও জন্ম সূত্রে বাংলাদেশের নাগরিক তারা আমাদের ভাই।তাদের সুখে দুঃখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় ছিলো আছে থাকবে। শারদীয় দুর্গাপূজার সার্বজনীন উৎসব এই উৎসবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
পহেলা অক্টোবর মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫৮টি পুজা মন্ডবে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৭ বছর আওয়ামীলীগ দুঃশাসন দেখেছেন। কি পরিমান লুটপাট তারা চালিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।মানুষের কল্যানে কাজ করবে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে অগ্রনী ভুমিকা পালন করবে। পলাশবাড়ী সাদুল্লাপুরে একজন সৎ যোগ্য নেতৃত্বের বড়ই অভাব। আসছে আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী হিসেবে মানুষের কল্যানে কাজ করতে চাই। এমপি নির্বাচিত হলে সব ক্ষেত্রে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মন্ডল,পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,বিএনপি নেতা শহিদুল ইসলাম রাজা,মুকুল আহম্মেদ,আনজু প্রধান,শাহ জালাল,মোস্তাফিজুর রহমান মোস্তা,ফুয়াদ,মাহফুজ,সাদেকুল ইসলাম রুবেল,যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিফেজ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহায়ক শামিম রেজা,যুগ্ম আহবায়ক হযরত আলী স্বপন, জেলা ছাত্রদল নেতা মিল্লাত সরকার মিলন,মিজানুর রহমান নিক্সন,রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,পৌর ছাত্রদলের আহবায়ক আকাশ কবির পায়েল,আহবায়ক সবুজ,জাসাস এর সদস্য সচিব হানিফ মিয়া ছাড়াও ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবকদলসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।