নিয়োগ বিজ্ঞপ্তিঃ
আন্তর্জাতিক তথা বাংলাদেশের স্বনামধন্য শীর্ষ স্থানীয় জাতীয় অনলাইন পোর্টাল “দৈনিক সকালের কাগজের’’ সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেছেন রাজিবুল হাসান। গতকাল শুক্রবার (৩০ জুলাই) শিক্ষা মনন মেধাবী রাজিবুল হাসানকে শিক্ষা নবিস সহকারী সম্পাদক হিসেবে অস্থায়ী ভাবে নিয়োগ প্রদান করা হয়। এ নিয়োগ প্রদানে তিনি ‘দৈনিক সকালের কাগজের পরিবারসহ দেশের সকল সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এবিষয়ে সকালের কাগজের সহকারী সম্পাদক রাজিবুল হাসান বলেন, আমি গণমাধ্যম পেশায় কাজ করার জন্য অনেক আগ্রহী। আমার ছোট বেলা থেকে গণমাধ্যমকে আপন প্রাণে বেশি ভালোবাসি। তা বাস্তবায়নে সকালের কাগজের ‘‘সম্পাদক ও প্রকাশক’’ আব্দুল হালিম নিশাণের প্রচেষ্টায় এবং তাঁর সহযোগীতায়। এই গণমাধ্যম পেশায় আমার প্রথম জীবন যাত্রা শুরু হলো। আমি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতার হাত ধরে, গণমাধ্যম এই মহান পেশায় সুনামের সাথে যেন কর্মস্থল টিকিয়ে রাখতে পারি। তারি ধারাবাহিকতায় সকলের কাছে দোয়ার ধারস্থ্য হচ্ছেন রাজিবুল।
সকালের কাগজের ‘সম্পাদক ও প্রকাশক’আব্দুল হালিম নিশাণ জানান, রাজিবুল হাসান সকালের কাগজকে আপন প্রাণে অনেক ভালোবাসেন। এবং বিশেষ করে তিনি আমাকেও অনেক পছন্দ করেন। তিনি তাঁর আগ্রহ-প্রচেষ্টার কারণে শিক্ষা নবিস সহকারী সম্পাদক হিসেবে অস্থায়ী ভাবে তাকে নিয়োগ প্রদান করা হলো। আশা করি তিনি এই প্রতিষ্ঠানকে অনেক আপন মনে ভালোবেসে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা জ্ঞাপন করেন।