নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল ’দৈনিক সকালের কাগজের’ পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক আব্দুল হালিম নিশাণের নতুন বছরের শুভেচ্ছা।
মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে বছরের প্রথম দিনটি (১ জানুয়ারি) শুক্রবার । এই পবিত্র দিনটি দিয়ে বছরের যাত্রা শুরু!
এতে করে বছরটি জুড়ে বাংলার প্রতিটি মানুষের সুখ-শান্তি ও এক হ্রাস ভালোবাসার বন্ধনটি অটুট থাকুক। এবং নতুন বছরের শুভেচ্ছান্তে ‘সকালের কাগজের’ দৈনন্দিন পাঠক প্রিয় পড়ুয়া ও ‘সকালের কাগজের’ লেখক-কলামিস্ট কলম সৈনিকদের শুভেচ্ছা ও ভালোবাসা নিরন্তর-অবিরাম।