নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ তথা পৃথিবীর জনপ্রিয় অনলাইন পোর্টাল “দৈনিক সকালের কাগজের” পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাঠক প্রিয় বন্ধুদের।
আজ শুক্রবার (১৪ মে) রাত পোহালেই ঈদ আনন্দ পৌঁছে যাবে প্রতিটি পরিবারের মাঝে। সেসাখে ঈদ আনন্দের ভাগাভাগি হবে পবিত্র মুমিন বান্দাদের হৃদয়ের স্পন্দন দিয়ে।ঈদ মানেই: খুঁশি-আনন্দ! এ আনন্দ মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামিনের পরম মহিমায় পালন হয় প্রতিটি মুসলমানদের মাঝে।
সকালের কাগজের সম্পাদক আব্দুল হালিম নিশাণ জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকালের কাগজের পাঠক প্রিয় বন্ধৃ, লেখক কলামিস্ট,প্রতিনিধি তথা সহকর্মী ও দেশের প্রতিটি মানুষের মাঝে ঈদ আনন্দের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
ঈদ উপলক্ষে দেশের করোনা ভাইরাস ধুয়ে-মুছে যাক।ঈদ হউক সকল মুমিন বান্দাদের জন্য আনন্দমূখর।আপনারা সকলে নিজ নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে ঈদের শুভেচ্ছা বিনিময় করুন।সকল পরিবারকে নিয়ে সুস্থ্য ভাবে জীবন যাপন করুন।এবং সুস্থ্য থাকুন-ভালো থাকুন বলে সকলের প্রতি সু-স্বাস্থ্য কামনা করেন তিনি।