নিজস্ব প্রতিবেদক:
বহুল প্রচারিত জাতীয় ‘দৈনিক ভোরের পাতা’ পত্রিকায় গত ৯ সেপ্টেম্বর-২০২০ সালে ‘বিআইডব্লিউটিয়ের উপপরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর মন্ত্রনালয় আগামীকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্মসচিব আবদুছ ছাত্তার শেখ স্বাক্ষরিত ১৮.০০.০০০০.০১৯.১৮.০০১.১১.১৭৯ স্বারকে প্রতিবেদক এবং সম্পাদককে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমানসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর উপপরিচালক (প্রশাসন) সিরাজুল ইসলাম ভূইয়া অধিদফতরে গাড়ি কেনার নামে দুনীর্তির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। নৌপরিবহন মন্ত্রনালয়ের অনুমোদন ছাড়াই নিজের খেয়ালখুশীমতো ৭ দিনের মধ্যে অন্তত ২ কোটি টাকা দিয়ে ৩টি গাড়ি কেনার অন্তরালে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। পরিচালকের এহেন দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বরাবর অভিযোগপত্র দাখিল করেছে বিআইডব্লিউটিয়ের এক কর্মকর্তা। প্রতিবেদনে সেটিও উল্লেখ করা হয়। প্রকাশিত এই সংবাদের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্তের জন্য উল্লেখিত স্মারকে সংশ্লিষ্ট প্রতিবেদককে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।