অনলাইন ডেস্ক।।
পেশাদার রিপোর্টারদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র ২৭তম জন্মদিনে প্রতিষ্ঠানটির সদস্য এবং নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। এ উপলক্ষে বাংলাদেশে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
গতকাল (২৬ মে) বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণমাধ্যম কর্মীদের পেশাগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে অসাধারণ অবদান রেখে আসছে ডিআরইউ। সংবাদ কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ডিআরইউ ঐতিহ্য রচনা করেছে।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ডিআরইউ এর সকল সদস্যের সুখ ও সম্বৃদ্ধি কামনা করেন। ডিআরইউ এর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।