প্রকাশ সরকার সুমন :
নানা আয়োজনে সংগীত গুরু প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশীর ৭৭তম জন্মদিন পালন করেছে বিরহী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। বিরহী শিল্পী গোষ্ঠীর আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় শনির আখড়া এলাকার জিয়া স্মরনী রোডের ঢাকা শপিং টাওয়ারের ৪র্থ তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশীর কর্মময় জীবনের উপর বিশেষ আলোচনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার রচয়িত গানসহ বিভিন্ন গান পরিবেশন করেন বিরহী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়। বিরহী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা-পরিচালক ও সংগীত শিক্ষক মফিজুর রহমান বিরহী বলেন, অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী সংগীত জগতের একজন খ্যাতিমান গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী ছিলেন। তিনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। এমন একজন গুনী শিল্পীকে হারিয়ে আমরা ব্যাথিত ও মর্মাহত। তার অভার কোন দিন পূরন হবার নয়। আমার গুরুজী প্রয়াত অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শতাধিক গান রচনা করেছেন এবং প্রায় ৫০টির মতো গান তিনি নিজে টেলিভিশন ও বাংলাদেশ বেতারে গেয়েছেন। এ গানগুলো চিরদিন আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকবে। গুরুজী ওপারে যেনো ভালো থাকেন শান্তিতে থাকেন সে জন্য বিরহী শিল্পী গোষ্ঠীর সকল শিল্পীদের পক্ষ থেকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা রইলো।