স্টাফ রিপোর্টার ♦♦♦
৭৪নং ওয়ার্ডের বসবাসকারী সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিক কাজ করছেন ৭৪নং ওয়ার্ডের বিএনপি’র শত শত নেতা কর্মীরা।
এ ওয়ার্ডের সংখ্যালঘুদের কোন উপাসনালয় বা মন্দির না থাকলেও সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তা বিধানে দিনরাত সারাক্ষণ মাঠে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় ৭৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ রিপন মাহমুদ বলেন, আমরা বিএনপির ওয়ার্ড সভাপতি হাজী মোহাম্মদ রমজান আলী, সাধারণ সম্পাদক আশরাফুল হক সুমন , সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি মোরশেদ, বাবুল, আনিস, যুগ্ম সম্পাদক সোবহান, লতিফ, হেলু, ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, স্বেচ্ছাসেবক দলের সবুজবাগ থানা সদস্য সচিব বিল্লাল হোসেন, সবুজবাগ থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান সজল সহ বিএনপি’র শত শত নেতা কর্মীদের নিয়ে এই এলাকার সংখ্যালঘু পরিবারের লোকজনের সাথে মতবিনিময় করে খোঁজখবর নিয়েছি।
প্রতিটি পরিবার যাতে শান্তিতে এবং নিরাপদে বসবাস করতে পারে সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।
তারই ধারাবাহিকতায় আমরা সার্বক্ষণিক সংখ্যালঘু পরিবারের প্রতি দৃষ্টি রেখেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
রিপন মাহমুদ আরো বলেন, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সকলেই আমরা এ দেশেরই মানুষ। আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণে বিশ্বাসী। হিন্দু-মুসলমান সকলে আমরা ভাই ভাই। আমাদের এই সুসম্পর্ক সর্বদাই বজায় রাখা প্রয়োজন।
তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাঁর জন্য আমরা নিন্দা ও দুঃখ প্রকাশ করছি।
সংখ্যালঘু পরিবারের অনেকেই বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের সংখ্যালঘু পরিবারের জান মালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক কাজ করছেন। ফলে এ এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জমি সংক্রান্ত বিরোধের জেরে রঞ্জন নামে একজনে বাড়িতে অপ্রীতিকর ঘটনা ঘটে। এছাড়া আমরা সংখ্যালঘু পরিবার নিরাপদে এবং শান্তিতে আছি।