নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে একি উপজেলার চককাউরিয়া গ্রামে খলিলুর রহমানের সাথে আসমানির পারিবারিক ভাবে বিবাহ হয়। এরপর থেকে আসমানি তার স্বামী ও মা-বোনের সাথে ঢাকায় থাকতো। কয়েকদিন আগে সে এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে শ্রীবরদীর সেকদি গ্রামে বাবার বাড়িতে আসে।
মঙ্গলবার সকালে আসমানির বাবা আহিজল হক তাকে বাড়িতে রেখে রুটি আনার জন্য হোটেলে যায়। এসে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরের ধর্ণার সাথে আসমানির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তার বাবার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর। পুলিশ ঘটনাস্থল থেকেআসমানির মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে কি কারণে সে মারা গেছে তার পরিবার ও স্থানীয়রা কেউ বলতে পারে না।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আসমানির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।