লালমনিরহাট,স্টাফ রিপোর্টার:
মানবসেবা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ” শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড- ২০২১ এবং হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেছেন প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ।
১১ ডিসেম্বর শনিবার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়াম, সেগুনবাগিচা, ঢাকায়, এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে, “মানবসেবা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ” শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড- ২০২১ এবং হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মীর হাসমত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এওয়ার্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান আলোচক, প্রফেসর ডঃ মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন, অর্থ মন্ত্রণালয়ের, অতিরিক্ত সচিব, পীরজাদা শহীদুল হারুন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ, পানি সম্পদ অধিদপ্তরের, সাবেক মহাপরিচালক, ড: মোসাদ্দেক হোসেন, এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, মোঃ জহুরুল ইসলাম খোকন প্রমুখ।
অ্যাওয়ার্ড নিয়ে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছিলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ইয়ুথ গ্রুপ সদস্যরা এবং সুধীজন।
নুরুজ্জামান আহমেদ ২০০৩ সাল থেকে লালমনিরহাট জেলায় মানব সেবায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।