আনিছ আহমেদ,শেরপুর♦♦
শেরপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন ও আলোচনা সভা আয়োজন করা হয়।
আজ (৫ মার্চ) রবিবার সকাল ১০ টায় শেরপুর সহকারী বন কর্মকর্তার কার্যালয় মাঠে এ আলোচনা সভা আয়োজন করা হয়।এবারের প্রতিপাদ্য সকলের অংশগ্রহণ বন্যপ্রাণী হবে সংরক্ষণ। আলোচনা সভার সভাপতিত্ব করেন সুমন সরকার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহনাজ ফেরদৌস উপজেলা নির্বাহী কর্মকর্তা শেরপুর সদর শেরপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের তথ্য ও গবেষণা সম্পাদক বার্ড কনজারভেশন সোসাইটি শেরপুর জেলা এবং সহকারী অধ্যাপক বাংলা শেরপুর সরকারী কলেজ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাবু দেবদাস চন্দ্র,অর্থ সম্পাদক বার্ড কনজারভেশন সোসাইটি শেরপুর জেলা। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্যে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন ।
বিশেষ অতিথি আবদুল কাদের বক্তব্যে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ করতে হলে আগে বন সংরক্ষণ করতে হবে। বনের গাছ কাটা বন্ধু করতে হবে।বনে মালিকানা এক জাতীয় কাঠের গাছের বাগান করা যাবে না।বন্যপ্রাণীদের খাদ্য যোগান দেওয়ার জন্য বিভিন্ন প্রজাতির ফলের গাছ জন্মানোর সোযোগ দিতে হবে। শেরপুর জেলা বার্ড কনজারভেশন সোসাইটির অর্থ সম্পাদক বাবু দেবদাস চন্দ্র বলেন বনের গাছ না থাকলে মানুষ বাঁচবে না। মানুষের জন্যেই বন সংরক্ষণ করতে হবে।বন না থাকলে পৃথিবীর ভারসাম্য টিকে থাকবে না। আরো বলেন প্রত্যেক বন্যপ্রাণী মানুষের জন্য উপকারী। কোনো বন্য প্রাণী মানুষকে ইচ্ছা কৃত ভাবে আক্রমণ করে না। সেই প্রাণী নিজেকে বাঁচানোর চেষ্টা করে। নিজেকে বাঁচানোর জন্য আক্রমণ করে।উক্ত আলোচনা সভায় কৃষক শ্রমিক ছাত্র এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ স্বেচ্ছাসেবক প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সঞ্চালনা করেন,মনজুরুল হক রেঞ্জ কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর।
Tags: শেরপুর