শেরপুর ঝিনাইগাতী উপজেলার ভারতের মেঘালয় ঘেসা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী শাড়ি ও সার্টের কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নলকুরা ইউনিয়নের ধারাপানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল অভিযান চালায়। এ সময় আক্তার নামে এক ব্যক্তির বাড়ির পাশে খরের পাল্লার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ২০০ পিস শাড়ি ও ৭৮টি বান্ডিলে মোট ৯ হাজার ৩৬০ গজ সার্টের কাপড় জব্দ করা হয়।
বিজিবি’র নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। জব্দকৃত কাপড়গুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও পলাতকদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।