রাজিবুল হাসান।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত করা হয়।
আজ (১৬ জুলাই) শনিবার বেলা ১২ টায় কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে আলোচনা সভা এবং মাননীয় নেত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশরত্ন শেখ হাসিনাকে রাজনীতি থেকে চিরদিনের জন্য নির্বাসিত করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। সাবজেলেও শেখ হাসিনাকে হত্যার নীলনকশা করেছিল ষড়যন্ত্রকারীরা! ওয়ান ইলেভেন সরকারের কুশীলব ষড়যন্ত্রকারী ড. ইউনুস, ড. কামাল হোসেনদের রাজনীতির অভিলাষ সফল হয় নি। তারা বাংলার জনগনের সমর্থন পায়নি। তাই তারা ঘরে ফিরে গিয়েছে! দলের ভিতরে থেকে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই ষড়যন্ত্রকারী বিশ্বাসঘাতক বেঈমানদের কাউকে দল থেকে বহিষ্কার করা হয় নি। জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন তাদের মাফ করে দিলাম।ভূলে যাই নি! ভূলে যাওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, শুধু বিএনপি জামাত নয়, সকল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন বলেন, আজ ১৬ জুলাই বাঙালী জাতির ইতিহাসের আরেকটি কালো অধ্যায়। আমরা মনে করি বিএনপি আন্দোলন করতে পারবে না কিন্তু বিএনপি ষড়যন্ত্র করতে পারবে। বিএনপির ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমরা আমাদের মুক্তির আন্দোলনে এগিয়ে যাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি দেবাশীষ বিশ্বাস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশীষ কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক ওবায়দুল হক খান।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ সাইদুর রহমান।