এস.কে মাসুদ রানাঃ
দোয়া ও মোনাজাতের মাধ্যমে কেক কেটে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগ।রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নাসিক ৩নং ওয়ার্ডস্থ সানারপাড় এলাকায় শ্রমিকলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপি সুস্থ্যতা কামনা করা হয়।
শ্রমিকলীগ নেতা আলহাজ¦ মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি আলমগীর কবির বকুল, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না এবং স্থানীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।