বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, শুধু দেশে না, দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে। শেখ হাসিনা দেশের মানুষের যে লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে সেগুলো দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন।
দেশের মানুষ বিবেকবান হওয়ায় এ গুজবে শুধু বিনোদনের খোরাক জোগায় বলেও জানান সারজিস।
দেশের মানুষ বিবেকবান হওয়ায় এ গুজবে শুধু বিনোদনের খোরাক জোগায় বলেও জানান সারজিস।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবের স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম শেষে গণমাধ্যেমকর্মীদের এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আমরা যেন কথা, মতামত বা পদক্ষেপের মাধ্যমে নতুন করে ফ্যাসিস্ট বা তাদের দোসরকে সুযোগ না দেই। তারা চাইবে আমাদের ঐক্যে ফাটল ধরাতে। তারা এ সুযোগটা নিয়ে স্বার্থ হাসিল করবে।
এদিকে সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধন করেন।
এদিকে সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধন করেন।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, শিগগিরই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ, পুলিশের ভয় কেটে যাবে, পুলিশ যাতে মানুষের সঙ্গে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার। একই সঙ্গে যেসব পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে সে সঙ্গে পুলিশ বাহিনী পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান তিনি।
সারজিস আলম বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ড. ইউনুসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন আমরা দেখতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম ও জামায়াতে ইসলামির নেতা নাজিম উদ্দিন।