সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্যোগে চালক ও হেলপারদের দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ( ২০ সেপ্টম্বর ) সকাল ১১ টা শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প এর পাশে এ প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন শিমরাইল হাইওয়ে ক্যাম্প টি আই মশিউর রহমান, সার্জেন্ট শরিফুল, অন্যান্য হাইওয়ে পুলিশ ও সাংবাদিক , চালক , হেলপার উপস্থিত ছিলেন। এসময় প্রশিক্ষণ কর্মশালায় শিমরাইল হাইওয়ে ক্যাম্প টি আই মশিউর রহমান বলেন, পরিবহন ড্রাইভার ও হেলপারদের উদ্যোশে, যত্রতত্র গাড়ী পাকিং করা যাবে না,মহাসড়কে যেখানে সেখানে থামিয়ে লোক উঠানো যাবে না।আইন মেনে মহাসড়কে গাড়ী চালাতে হবে ।ড্্রাইভিং লাইসেন্স সাথে রাখতে হবে ও গাড়ির কাগজপত্র গাড়িতে রাখতে হবে । যখনই হাইওয়ে পুলিশ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ পত্র দেখতে চায় তা দেখাতে হবে।ট্রাফিক আইন অমান্য করা যাবে না।গাড়ি সর্তক অবস্থায় চালাতে হবে। মহাসড়কে গাড়ি পাকিং করে যানজট সৃষ্টি করা যাবে না।ফিটনেস বিহীন গাড়ী মহাসড়কে চালানো যাবে না ।থ্রীহুইলার ও অটোরিক্সা এবং সিএন জি মহাসড়কে চলতে দেওয়া হবে না।তিনি কঠোর হুশিয়ারী করে বলেন, দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে এধরণের যন্ত্র দানব মহাসড়ক পরিহার করতে হবে। তা না হলে প্রতিনিয়ত মহাসড়কে দূর্ঘটনা ঘটতে পারে। এসব কথা প্রশিক্ষণ কর্মশালা তিনি বলেন।হাইওয়ে পুলিশ মহাসড়কে সবসময দায়িত্ব ও কর্তব্য পালনে সজাগ রয়েছে।যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশ মহাসড়কে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।