সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি◊
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি নুর হোসনের ছোট ভাই একাধিক মামলার আসামি নুরুজ্জামান জজ মিয়া ওরফে ছোট মিয়া শিমরাইল ট্রাক টার্মিনালে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন ও ট্রান্সপোর্ট মালিক সমিতির নামে লাখ লাখ টাকার চাদাঁবাজির অভিযোগ পাওয়া গেছে। তার অব্যাহত চাদাঁবাজিতে অতিষ্ঠ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের আইজিপি , নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও র্যাব-১১ সহ প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ দিয়েছে নোমান হোসেন টুটুল নামে এক পরিবহন শ্রমিক নেতা।
গত ১১ আগস্ট বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সুত্রে জানাযায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রীজ সংলগ্ন অবস্থিত আন্তঃজেলা ট্রাক র্টামিনালটি আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি নুর হোসনের নিয়ন্ত্রনে ছিল। সাত খুন মামলার দীর্ঘ ৮ বছর পর নুর হোসেনের ছোট ভাই একাধিক মামলার আসামি নুরুজ্জামান জজ মিয়া ওরফে ছোট মিয়া সভাপতির দায়িত্ব পেয়ে ফের ট্রান্সপোর্ট মালিক সমিতির মাধ্যমে ৪২৭ টি ট্রান্সপোর্ট মালিকদের কাছ থেকে থেকে ১০-৩০ হাজার টাকা করে চাদাঁ আদায় করে নিচ্ছে।
স্থানয়ীরা জানান, ২০১৪ সালে ৭ খুনের ঘটনার পর নুর হোসেনের নিয়ন্ত্রনাধীন শিমরাইল ট্রাক টার্মিনালে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের চাঁদাবাজিসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। এরপর বিভিন্ন সময়ে এ কার্যক্রম চালু করার জন্য তৎপরতা চালিয়ে ব্যর্থ হন নুর হোসেনের দোসররা। দীর্ঘ ৮ বছর থানা পুলিশ আন্তঃজেলার কার্যক্রম পরিচালনার কোন অনুমতি দেয়নি। ৮ বছর পর শিমরাইল ট্রাক টার্মিনালে বিপুল সংখ্যক ক্যাডার বাহিনী নিয়ে আবারও চাঁদাবাজি শুরু করে ৭ খুন মামলার নুর হোসনের ছোট ভাই একাধিক মামলার আসামি নুরুজ্জামান জজ মিয়া ওরফে ছোট মিয়া। এতে আতংকিত হয়ে পড়েছেন সাধারণ ট্রাক চালক ও টান্সপোর্ট এজেন্সির মালিকরা।
নূর হোসেন ছোট ভাই নুরুজ্জামান জজ ওরফে ছোট মিয়াকে সভাপতি ও নূর হোসেনের আরেক ক্যাডার আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল ট্রাক টার্মিনাল শাখার নামে একটি কমিটি করা হয়েছে।
এছাড়াও কমিটির কার্যকারী সদস্য হিসেবে রয়েছেন সাত খুন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানা উল্লা সানার ভাই জাকির হোসেন ও নূর হোসেনের যাত্রাপালা ও মাদকের নিয়ন্ত্রক ফরহাদ দেওয়ান। এই কমিটির মাধ্যমেই শিমরাইল ট্রাক টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেছেন নুরুজ্জামান জজ ওরফে ছোট মিয়া।
এবিষয়ে সরেজমিন ঘুরে জজ মিয়াকে না পেয়ে।তাঁর নিজস্ব মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, নারায়ণগঞ্জে কোন চাঁদাবাজির চেষ্টা করা হলে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান বলেন, চাঁদাবাজি ও কোন অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আন্তঃজেলা ট্রাক র্টামিনালের নামে কেউ কোন প্রকার চাদাঁবাজি করলে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।