নিজস্ব প্রতিবেদক♦♦
গতকাল ২৭ এপ্রিল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে সরকারি অনুমোদিত ৪৩১২টি ইবতেদায়ি মাদরাসা এমপিও ভুক্ত করা ও শিক্ষা বৈষম্য নিরসনের দাবিতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করন একটি সাংবিধানিক অধিকার ও জাতীয় প্রয়োজন।দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার উপযোগী নাগরিক গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই।
জাতীয় শিক্ষাবিদদের নিয়ে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের আয়োজনে ২৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে গোল টেবিল আলোচনায় বক্তাগণ এ অভিমত প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি ড. একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. কাফিলুদ্দিন সরকার সালেহী।
আলোচনায় অংশ নেন, ইউনিভার্সিটি অফ কুমিল্লার ডিন প্রফেসর ড. হানিফ খান, অধ্যক্ষ ড. মুহাম্মদ আমিনুল্লাহ, অধ্যক্ষ মাহমুদুল হাসান ফৈরদাউস আল মাদানী, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক এর আলমগীর মহিউদ্দিন, দৈনিক ইনকিলাব এর বার্তা সম্পাদক মুহাম্মদ ছানাউল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম, ড. মাওলান বদিউল আলম সরকার, ড. মোর্শেদ আলম ছালেহী, অধ্যক্ষ শরীফ আবু হানিফ প্রমুখ।
বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পরও অনুমোদিত ৪৩১২ টি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত না হওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক। জাতীয় প্রয়োজনেই দেশের প্রতিটি গ্রামে একটি করে ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণ করা ও শিক্ষায় বৈষম্য নিরসনে একমাত্র সমাধান জাতীয় করণ।
গোল টেবিল আলোচনা সভায় বক্তরা আরও বলেন, বেসরকারি শিক্ষায় অনার্স মাস্টার্স পাট দান কারিদের এমপিও নেই, বদলি নেই, পূণাঙ্গ বাড়ি ভাড়া নেই, পূণাঙ্গ উৎসব বোনাস নেই, পূণাঙ্গ ভবিষ্যৎ তহবিল নেই, পূণাঙ্গ চিকিৎসা ভাতা নেই, পাহাড়ি ভাতা নেই, শুধু নেই আর নেই, এমতাবস্থায় এক মাত্র সমাধান শিক্ষা ব্যবস্থায় একমাত্র জাতীয় করণ। যেহেতু শিক্ষা ব্যবস্থা জাতীয় করণে বিলম্ব হচ্ছে সেহেতু পর্যায়ে ক্রমে বৈষম্য নিরসনের দাবি জানান বক্তরা ।
আলোচনায় ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মধ্যে আরও অংশ নেন হাফেজ মাওলানা আহমদ আলী, রেজাউল হক, শহীদুল ইসলাম সাদ্দাম, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা আব্দুল হালিম, গোলাম আযম, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন প্রমুখ।