নিজস্ব প্রতিবেদক◊◊
সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ও শিক্ষায় সকল বৈষম্য নিরসন করতে জোর দবি জানিয়েছে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে পুরানা পল্টন আজাদ সেন্টারে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় অন্তর্বতী কালীন সরকারের নিকট এই আহ্বান জানান।
ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালায় অনুষ্ঠিত হয়।
এ সভায় আলোচনা হিসেবে অংশগ্রহণ করেন, প্রফেসর ড. হানিফ খাঁন, মুফতি মাওলানা বদিউল আলম সরকার, মাওলানা আবু জাফর ছালেহী, উপাধ্যক্ষ মাওলানা এ এন এম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অধ্যাপক আবদুস ছামাদ জেহাদি, নুর মোহাম্মদ, সহকারী অধ্যাপক আকতার ফারুক, মাওলানা মোহেব বুল্লাহ জামী ,অধ্যাপক কামাল উদ্দিন, জনাব নুর মোহাম্মদ জনাব মোঃ মাইনুদ্দিন, ড তাহের মঞ্জুর, সহকারি অধ্যাপক আ: হামিদ, মোঃ জাকির হোসেন প্রমুখ ।
সভায় নিম্ন লিখিত দাবিগুলো হলো:-
০১. গত ৪০ বছরে একটি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ৪৩১২ এমপিওভুক্ত করার অনুমোদন দিলে ও তা বাস্তবায়ন করা হয়নি। অবিলম্বে ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণ করার দাবি জানাচ্ছি। ০২. প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ করতে হবে। ৩. মাধ্যমিক বিদ্যালয় হেড মাওলানা ও সহকারি মৌলভী ছিল । পূর্বের ন্যায় হাই স্কুলে হেড মাওলানা ও সহকারী মৌলুভী নিয়োগ দিতে হবে। ৪. অবিলম্বে সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা বিষয় খোলার অনুমোদন ও ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ৫. অবিলম্বে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামি শিক্ষা খোলার ব্যবস্থা নিতে হবে। ৬. যে সব কলেজে অনার্স বন্ধ করেছেন তা আবার চালু এবং শিক্ষক নিয়োগ করতে হবে। ৭. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা ২০২৪ আশু বাস্তবায়ন করতে হবে। ৮. মাদরাসা শিক্ষিতদের সকল চাকরিতে প্রবেশে সম অধিকার দিতে হবে। ৯. প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সে ইসলাম ও নৈতিকতার শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ১০.বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক কর্মচারিদের চাকরিতে সরকারি প্রতিষ্ঠানের সম পর্যায়ে আনতে চাকরি জাতীয় করন করতে হবে।