আরিফুল ইসলাম জিমন◊◊
দিনাজপুরের ঘোড়াঘাটে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় স্বাধীন বাস্কে (১৫) নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছেন।
সে উপজেলার ৩নং সিংড়া ইউপির বিন্যাগাড়ী আদিবাসী এলাকার সোম বাস্কের ছেলে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩নং সিংড়া ইউপির ডাঙ্গা পাড়া এলাকায় করতোয়া নদী সাঁতার কেটে পার হতে গিয়ে নিখোঁজ হয় স্বাধীন বাস্কে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কিছু আদিবাসী যুবক পাখি ও বন্যপ্রাণী শিকার করতে ডাঙ্গা পাড়া এলাকায় আসে।
এ সময় করতোয়া নদীর অপর পাশে যাওয়ার জন্য কিছু যুবক সাঁতার কেটে নদী পার হয়ে গেলে পিছনে থাকা স্বাধীন বাস্কে নামের এক যুবক পানিতে ডুবে যায়। পরে তাঁর সহকর্মীরা অনেক চেষ্টা করেও খুঁজে না পেয়ে ঘোড়াঘাট ফায়ার-সার্ভিসকে খবর দেয়।
এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, খবর পাওয়া সাথে সাথে অমাদের ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনা স্থলে যায়। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে, তবে নিখোঁজ যুবকের সন্ধান এখনও চলমান।