শেখ সাখাওয়াত হোসেন,পাবনা◊◊
শাহীন ক্যাডেট বৃত্তি লাভ করেছে হাসিন মেহজাবিন ইসরাক। ঈশ্বরদী সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেন থেকে ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সে এ কৃতিত্ব অর্জন করে।
ইসরাকের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায়। তিন বোনের মধ্যে সবার বড় তিনি। তার পিতা হাসানুর রহমান হাসান ঈশ্বরদী উপজেলার খায়রুল গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হিসেবে কর্মরত। মাতা সিপনা আক্তার একজন গৃহিণী।
হাসিন মেহজাবিন ইসরাক ভবিষ্যতে একজন জ্যোতির্বিজ্ঞানী হতে চায় । ভালো ফলাফলের এ ধারা অব্যহত রাখতে সে সবার নিকট দোয়া কামনা করেছে।
ইসরাকের বাবা ও মা মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি।
মেয়ের কৃতিত্বের খবর শুনে আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয়রা অনেকে খোঁজখবর নিচ্ছেন, জানাচ্ছেন অভিনন্দন। এলাকায় সবার মুখে মুখে এখন এই কথাটি আনন্দ ছড়াচ্ছে। খুঁশির জোয়ার বইছে পুরো এলাকাজুড়ে।