নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে করোনামুক্ত বসবাসের জন্য মাক্স বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় আজ শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে এসব স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয়। এ স্বাস্থ্য সরঞ্জাম বিতরনের নেতৃত্ব দেন শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর অফ জেনারেল আইজিপি মহোদয় স্যার, ডিএমপি কমিশনার স্যার ও আমাদের রমনা জোনের ডিসি স্যারের নির্দেশে করোনা ভাইরাস রোধে আমরা এ মাক্স বিতরণ করছি।
তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে পুলিশের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা এ মাক্স বিতরণের কর্মসূচি পালন করে যাচ্ছি।