নিজস্ব প্রতিবেদকঃ
ধর্ম যার যার, উৎসব সবার, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব- ২০২১ উপলক্ষ্যে কেন্দ্রীয় মন্দির ঢাকা মহানগর উত্তর আয়োজিত কাফরুল পূজা মন্ডপে আয়োজিত অনুষ্ঠানেদলের নেতাকর্মীরা শুভেচ্ছা জ্ঞাপন করেন।গতকাল মঙ্গলবার(১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৮ টায় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু শারদীয় দূর্গোৎসবে আগত সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দূর্গোৎসবের সফলতা কামনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, উপ -ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর, আবু জাফর, জাতীয় পরিষদ সদস্য ফয়েজ উদ্দিন ইমন, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম সূর্য্য, শিখা বিশ্বাস, সহ ঢাকা মহানগর উত্তর এর বিপুল সংখ্যক নেতাকর্মী।