মো. মহসিন রেজা, শরীয়তপুর থেকে।।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও ১নং সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ছাগলের হাট বসিয়েছে প্রভাবশালী সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সরদার।
স্থানীয়দের অভিযোগ গত কয়েকবছর ধরে দুইটি স্কুলের মাঠ দখল করে প্রতি বুধবার ছাগলের হাট বসাচ্ছে গরুর হাটের ইজারাদার সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সরদার। এতে বিপাকে পড়েছে স্কুলে আসা কোমলমতি শিশুরা মাঠে খেলাধুলা করতে পারছেনা। সপ্তাহে একদিন হাট সেদিন বাইরে পা পর্যন্ত রাখতে পারেনা শিক্ষার্থীরা। বাকি দিনগুলো ছাগলের প্রসাব পায়খানার দূগন্ধে মাঠে খেলাধুলা করতে পারেনা তারা। ইজারাদার প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা এমনকি স্কুলের শিক্ষকরাও কিছু বলতে সাহস পাননা।
ইজারাদার মোয়াজ্জেম হোসেন সরদারকে মুঠোফোনে কল করে, তিনি স্কুল মাঠে কেনো হাট বসিয়েছেন জানতে চাইলে উত্তরে প্রতিবেদককে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে জানতে বলেন।
এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে কল করলে তিনি বলেন, সখিপুর স্কুল মাঠ ইজারা দেওয়া হয়নি, আমি এখনি ইজারাদারকে স্কুল মাঠ থেকে ছাগলের হাট সরিয়ে ফেলতে বলবো, পরবর্তীতে আর যেনো বসাতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেবো।
প্রতিবেদক দুই ঘন্টা অপেক্ষা করেন মাঠের কাছে কিন্তু হাট সরাননি ইজারাদার, এই ফাকে স্কুল ছুটির সময়ের আগে বেলা দুইটায় ১নং সখিপুর প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।