মো.মহসিন রেজা,শরীয়তপুর♦
শরীয়তপুর সদর পৌরসভার সড়ক মেরামতে নিম্নমানের ইট ব্যবহার করায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন সদর পৌরসভা কর্তৃপক্ষ।
শরীয়তপুর সদর পৌরসভার বেশির সড়ক ভাঙ্গাচোরা হওয়ার কারনে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে পাওয়া অর্থ দিয়ে পৌরসভার উন্নয়নের ধারা অব্যহত রাখতে নব-নির্বাচিত মেয়র এডভোকেট মোঃ পারভেজ রহমান জন পৌরসভার ২৭টি ভাঙ্গাচোরা সড়ক মেরামত কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ দেন।
এর মধ্যে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক আনসার ব্যারাক থেকে পুরান হাসপাতাল পর্যন্ত পৌরসভার ১৪’শ মিটার সড়ক মেরামতের জন্য শেখ এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে এই কাজটি করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারা কাজের শুরুতেই পঁচা ইট ও বিল্ডিং ভাঙ্গা খোয়া ব্যবহার করার কারনে কাজটি বন্ধ করে দেয় এবং উক্ত প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে এক নম্বর ইট ব্যবহারের নির্দেশ দেয় পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।
এবিষয়ে সড়কটির দায়িত্ব থাকা সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, রাস্তায় যে ইট দিয়ে কাজ করছে তা পঁচা মানহীন কোনো মতেই গুরুত্বপূর্ন এই সড়কে ব্যবহারের উপযোগী নয় তাই কাজটি বন্ধ রাখা হয়েছে। এক নম্বর ইট এনে কাজ শুরু করতে হবে।
পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, সড়ক মেরামতে নিম্নমানের ইট ব্যবহার করার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং খবরের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেই।এছাড়াও ঠিকাদারী প্রতিষ্ঠান শেখ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রুহুল আমিন মানিক শেখকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি মানসম্মত কাজ করার জন্য।
এ বিষয়ে কথা বলতে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।