।। মো. মহসিন রেজা, শরীয়তপুর।।
শরীয়তপুরের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হাওলাদারের পিতা হাজী আঃ মজিদ হাওলাদার (২৯) জুন মঙ্গলবার বেলা ২টার দিকে ইন্তেকাল করেছেন। মরহুম আঃ মজিদ হাওলাদার শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড তুলাসার গ্রামের মরহুম গ্যাদা হাওলাদারের দ্বিতীয় পুত্র ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। তিনি চার ছেলে, চার মেয়ে, ভাই, নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম হাজী আঃ মজিদ হাওলাদার জীবদ্দশায় ছিলেন নম্র ভদ্র ও পরোপকারী। তার স্ত্রী তার ৪ বছর আগে মৃত্যুবরণ করেন। মরহুমের চার ছেলের মধ্যে বড় ছেলে আলমগীর হাওলাদার শরীয়তপুর জেলা ছাত্র লীগের সভাপতি ও সেক্রেটারী দায়িত্বে ছিলেন দীর্ঘ দিন, মেজো ছেলে শাহজাহান হাওলাদার সাজু হাই কোর্টের এডভোকেট হিসেবে আছেন, সেজো ছেলে নুরুল আমিন হাওলাদার ও ছোট ছেলে রুহুল আমিন হাওলাদার রয়েছেন ইতালীতে। এছাড়া চার মেয়ের সবার বিয়ে হয়ে যাওয়ায় সবাই থাকেন শ্বশুর বাড়ি। মরহুমের জানাজা রাত ১০টায় অনুষ্ঠিত হয়, জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে দোয়া মোনাজাত করা হয়।