মো. মহসিন রেজাঃ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে আমেনা বেগম (৩৬) নামের এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে মাদকাসক্ত স্বামী নজরুল ইসলাম (৪০)।
স্ত্রীকে হত্যার পর বিকৃত মানসিকতার এই খুনি নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা তার ঘরের সবগুলো দরজা আটকে তিনি তার ফেসবুকে লাইভে এসে গান করে এবং হত্যার ঘটনা জানায়। এঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দেয় পরে ডামুড্যা থানার পুলিশ এসে গ্রেফতার করে।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটার দিকে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, নজরুল ইসলাম একজন মাদকসেবী তিনি প্রায়ই তার স্ত্রী আমেনা বেগমকে মারধর করতো, মঙ্গলবার বাড়ি খালি পেয়ে ঘরের দরজা আটকে কুড়াল গাছ কাটা কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের দরজা বন্ধ করে বসে ছিলো।
এ ব্যাপারে শরীয়তপুর জেলা পুলিশ সুপার (এসপি) এস এম আশরাফুজ্জামান বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।