শরীয়তপুর প্রতিনিধিঃ
তারুন্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি,দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে যুব উদ্যেক্তা তৈরী, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক যুব উদ্যোক্তা সম্মেলন ২০২১ রবিরার ১৪ মার্চ বেলা ১১ ঘটিকায় উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক পারভেজ হাসান এর সভাপতিত্বে যুব উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের এমপি পারভীন হক শিকদার, মোঃ আকতার হোসেন সচিব যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ পারভেজ রহমান জন।
এসময়ে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন মন্ত্রীকে ফুলেল শুভেচছা জানান।যুব সম্মেলনে এনজিওসহ যুব উদ্যোক্তারা বিভিন্ন স্টলে তাদের পন্য নিয়ে বসেছেন।