মো. মহসিন রেজা, শরীয়তপুর।।
শরীয়তপুরে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলায় ১টি ও জাজিরা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ককটেল বিস্ফোরণ নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে আগুন দেয়ার ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে জেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএমের মাধ্যমে ৩১ জানুয়ারী সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার জাহিদ হাসানের তথ্যমতে, বে-সরকারীভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন- সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আ: হাকিম মাদবর অটোরিকশা প্রতীক, জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান হাওলাদার মোটরসাইকেল প্রতীক, বড়কান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: শফিউদ্দিন আহমেদ আনারস প্রতীক, সেনেরচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জালাল জমাদার মোটরসাইকেল প্রতীক এবং নাওডোবা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
৬ষ্ঠ ধাপের নির্বাচনে সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের ৩ নং কেন্দ্র পরাজিত প্রার্থী হাফেজ খান ও দলিল উদ্দিনের সমর্থক আঃ ওয়াদুদ খান ও নূুরুল ইসলামের নেতৃত্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় ৩ নং কেন্দ্র ৭২ নং পশ্চিম বগাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।