শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে সাত ঘড়িয়াকান্দি গ্রামে বুধবাবার গভীর রাতে ইমান হোসেন নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানাযায়, রাজনগর ইউনিয়নের সাত ঘড়িয়াকান্দি গ্রামের প্রবাসী খলিলুর রহমানের ছেলে ইমান হোসেনকে রাত বারোটার দিকে রাজ্জাক মাদবরের ছেলে রাজন মাদবর ও আবুবকর মাদবর ১৪ এপ্রিল বুধবার রাত বারোটার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে দা দিয়ে মাথায় কুপিয়ে বাড়ির পাশে ফেলে চলে যায়। ইমান হোসেনের চিৎকারে পরিবারের লোক বের হয়ে দেখে ইমান হোসেন মাটিতে পড়ে আছে তাৎক্ষণিক উদ্ধার করে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এঘটনায় নড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, রাজন মাদবর নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ।