||মো. মহসিন রেজা, শরীয়তপুর||
জাতীয় বীর সাবেক ডেপুটি স্পিকার শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) মরহুম শওকত আলীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বীরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ১৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় নড়িয়া উপজেলার স্বাধীনতা ভবনে শওকত আলীর প্রতিকৃতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের সদস্যরা পুষ্পমাল্য অর্পণ করেন সকাল ১১ টায় কর্নেল অবঃ শওকত আলী ফাউন্ডেশনের উদ্যেগে স্বরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এরপর কর্নেল শওকত আলী স্মৃতি পরিষদের উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে এবং সুবিধা বঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। দুপুর ১২ টায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে গণ ভোজের আয়োজন করা হয়। জাতীয় বীরের ১ম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলীর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,কর্নেল শওকত আলীর বড় ছেলে মোঃ ফিরোজ আলি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার,নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান,শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান,নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর, জেলা আওয়ামী লীগের সদস্য ও শরীয়তপুর জজ কোর্টের জিপি এডভোকেট আলমগীর মুন্সি, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন।