শরীয়তপুর প্রতিনিধি:
জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকা ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে রবিবার (১২ সেপ্টেম্বর ২০২১) সকাল ১০.৩০ টায় শরীয়তপুর এসপি অফিস সংলগ্ন জেলা প্রতিনিধির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকের বিজনেস বাংলাদেশের শরীয়তপুর প্রতিনিধি শহিদুল ইসলাম (ফিরোজ খানের) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) শরীয়তপুর জেলার সভাপতি এ্যাড. মাসুদুর রহমান, শরীয়তপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আল-্আমিন শাওন। সম্মানিত অতিথি ছিলেন, চিকন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মুন্সী, সমাজ সেবক শাহজাহান কবির। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আনিসুর রহমান, মহসিন রেজা, শাহিন, সুমন খান, বিপ্লব হোসেন, রুবেল মোল্যা, কাওছার, সোহাগ সরদার, কলি আক্তার এবং বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ নানান শ্রেণী পেশার মানুষ।