শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ও পালেরচর ইউনিয়নের পৃথক দুই জায়গায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার ৫ জুন বেলা ৩টার দিকে তাজুল ইসলাম ও মালেক পেদা নিজ নিজ এলাকার জমিতে কাজ করছিলেন, এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। তারা বৃষ্টি ও বজ্রপাত হতে দেখে কাজ রেখে বাড়ির দিকে ছুটে যাওয়ার যাওয়ার সময় ওই সময় বজ্রপাতে তারা দুজন মারা যান। স্থানীয়রা দ্রুত তাদের দুজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বজ্রপাতে নিহত ২ কৃষক জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম খলিফা (৬২) অপরজন পালেরচর ইউনিয়নের ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামের বাসিন্দা মালেক পেদা (৪২) বলে জানাযায়। শরীয়তপুর জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান ভূইয়া মুঠোফোনে বজ্রপাতে মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেন। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান বলেন, স্থানীয়রা দুপুরের দিকে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন, তাদের দেখার পর বুঝতে পারি তারা বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।