শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পরিত্যক্ত একটি ঘর থেকে এগারো বস্তা রিলিফের সরকারি চাল উদ্ধার করা হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার দুপুরের পর উপজেলার বড়কান্দি ইউনিয়নের মালকান্দি গ্রামের শাহজাহান মৃধার বাড়িতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আভিযানিক টিমের সূত্রে জানাযায়, মাল কান্দী গ্রামের শাহজাহান মৃধার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে এই চাল জব্দ করা হয়, চালগুলো একই গ্রামের পিন্টু মালের স্ত্রী শামীমা পারভীন নামে এক মহিলা রেখেছেন। উদ্ধারকৃত চালের বস্তার গায়ে লেখা রয়েছে– খাদ্য অধিদফতর, নেট ওজন ৩০ কেজি, জুন ২০২০। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে মামলা হবে। জব্দ করা চালের বস্তাগুলোয় ৩০ কেজি করে চাল রয়েছে। চালগুলো সরকারি বলে জানান জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া।