মো. মহসিন রেজা,শরীয়তপুর।।
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় সড়ক ও জনপদ বিভাগের ১৭শ মিটার সড়ক নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কটি ডামুড্যা উপজেলার কনেকশ্বর ইউনিয়নের তিন খাম্বা এলাকা থেকে পল্লী বিদ্যুতের ডামুড্যা জোনাল অফিস পর্যন্ত ১৭’শ মিটার সড়ক নির্মানে ব্যায় ধরা হয়েছে ৪ কোটি টাকা কাজটি সম্পূর্ণ করার জন্য মেসার্স ইউনুস এন্ড ব্রাদার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। কাজটি শেষ হওয়ার কথা রয়েছে এতো তাং স্থানীয়দের অভিযোগ সড়কে কাজ চললেও ইঞ্জিনিয়ার আসেননা, সড়কে বেস্ট টাইপ ওয়ানে পাথরের পরিমান কম দিয়ে বালুর পরিমান বেশি দেওয়া হয়েছে এবং রাস্তার দুই পাশে ডোবা নালায় কোন রকমের পাইলিং করেছেন, বেস্ট টাইপ ওয়ান ছয় ইঞ্চি পুরু দেওয়ার নিয়ম থাকলেও ৩/৪ ইঞ্চি দিয়েই রাস্তা নির্মান করা হচ্ছে। কনেকশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু বলেন, আমাদের এই সড়কটি দীর্ঘ দিন ধরে খানাখন্দ হয়ে আছে, এখন কাজ হচ্ছে কিন্তু সড়কটি নির্মানে ব্যাপক অনিয়ম করছে তাই আমি কাজটি বন্ধ করে রেখেছিলাম পরে ঠিকাদার সিরাজ সরদার এসে পাথর বাড়িয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরু করেন তার পরেও পাথর কম দেওয়াসহ নানান ধরনের অনিয়ম করছে। স্থানীয় মোঃ বোরহান উদ্দিন জানান, এই রাস্তাটির দুই পাশে অনেক জায়গায় পুকুর ডোবা নালা রয়েছে কোথাও ঠিকমতো পাইলিং করা হয়নি, ঠিকমতো পাইলিং না হওয়ায় এই কয়েকদিনে চাকা দেবে বেশ কয়েকটি মালবাহী ট্রাক দূর্ঘটনার কবলে পড়েছে। এতে লক্ষ লক্ষ টাকার মালমাল নষ্ট হয়েছে। স্থানীয় মুরুব্বী মোহাম্মদ আলী বলেন, রাস্তাটি করতে যে পরিমান পাথর দেওয়ার কথা তার চেয়ে কম দিয়েছে, পাথরের চেয়ে বালু বেশি দিয়েছে এবং বালু না দিয়ে ধূলাবালু দিয়ে রাস্তার পিচ ঢালাই দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সড়কের কাজে অনিয়মের অভিযোগের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মুহিবু্ল্লাহ বলেন, অভিযোগের বিষয় আমরা আবার ভালোভাবে দেখে থিকনেস পরীক্ষা করবো তারপরে পিচ ঢালাই দেওয়া হবে। ডামুড্যা সড়কে অনিয়মের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদোয়ানুর রহমান অনলাইন নিউজ পোর্টাল সকালের কাগজ পত্রিকার প্রতিবেদককে উদ্দেশ্য করে বলেন, ডামুড্যা সড়কটির দুই ধারে অনেক পুকুর রয়েছে আমরা রাস্তা তৈরী করি পুকুরের পাড়ে পাইলিং করা আমাদের কাজ নয়, আপনারা পুকুর মালিকদের বলুন রাস্তার কাছের পুকুরগুলো ভরাট করে ফেলতে তাহলে আর রাস্তা নষ্ট হবেনা। এছাড়া তিনি আরো বলেন, পিচ ঢালাই দেওয়ার আগে আমরা রাস্তা দেখতে যাবো পরীক্ষা নিরীক্ষা হবে তারওর পিচ ঢালাই দেওয়া হবে।