মো. মহসিন রেজা, শরীয়তপুর:
শরীয়তপুর জেলার ডামুড্যায় উপজেলার ডামুড্যা পৌরসভার পৌরসভার ৮ নং ওয়ার্ডে একটি বিয়ের অনুষ্ঠানে বরের হাত ধোঁয়া ও জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। মারামারির ঘটনায় বরের বাবা,ভগ্নিপতি,খালুসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি চলে যান ও গুরুতর আহতরা ডামুড্যা উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের হাওলাদার কান্দির কুদ্দুস হাওলাদারের ছেলে হৃদয়ের সাথে ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাজী বাড়ির কনের সাথে (নাম প্রকাশে অনিচ্ছুক) কাবিন সম্পন্ন হয়।এরই ধারাবাহিকতায় ১৬ মে রবিবার বর পক্ষের বর যাত্রীরা কনের বাড়িতে আসেন এবং তারা খাবার খেতে বসেন। অপরদিকে বরকে খাওয়ানোর জন্য কনে পক্ষের লোকজন হাত ধোয়াতে আসলে তারা কনে পক্ষ হতে টাকা দাবি করে এবং পরবর্তীতে কোন একজন বরের জুতা চুরি করার অভিযোগের আঙ্গুল তোলেন কনে পক্ষের দিকে, এ নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। ঘটনা স্থলে বেশ কিছু চেয়ার ও খাবার প্লেট ভাংচুর করা হয়। প্রত্যেক্ষদর্শী ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল্লাহ বেপারি এই ঘটনার সত্যতা নিশ্চিত বলেন,আমি ঘটনার সময় খাবার টেবিলে বসে মাত্র খাবার শুরু করি এর মাঝে হঠাৎ চিল্লাচিল্লি শুনতে পাই এবং বরের বসার স্থানে যাই গিয়ে দেখি বরের বাবা আঃ কুদ্দুস হাওলাদার উচ্চস্বরে বকাঝকা করছে, ঠিক এর পরেই সংঘর্ষ বেধে যায়। তাৎক্ষণিক ভাবে আমি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি।কিন্তু তারা না থেমে মারামারি চালিয়ে যায়।পরবর্তিতে কে বা কারা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তবে আমার মতে এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। বিয়ে বাড়িতে মারামারির ঘটনায় ডামুড্যা থানার এসআই মানস ভদ্র জানান, গতকাল কেউ একজন কল করে জানান ডামুড্যা পৌরসভার কাজী বাড়ি বিয়ের অনুষ্ঠানে মারামারি লেগেছে তাৎক্ষণিক আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করি ও ৬ জনকে আটক করি, আজ ১৭ মে সোমবার তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করি।