মোঃ মহসিন রেজা,শরীয়তপুর♦♦
শরীয়তপুরে দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জামান সামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধ কর্মসূচি পালন করেছে শরীয়তপুর প্রেস ক্লাব, প্রথম আলো বন্ধু সভা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং শরীয়তপুর ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সোমবার ৩ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ ওয়াদুদ মিয়া, সাপ্তাহিক সপ্তপল্লী সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি আবুল হোসেন, দৈনিক এশিয়া বানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মহসিন রেজা, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি শেখ খলিলুর রহমান, এটিএন বাংলা টেলিভিশন জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, একুশে টিভি’র জেলা প্রতিনিধি আবুল বাসার, চ্যানেল টুয়েন্টি ফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, এখন টিভি’র জেলা প্রতিনিধি কাজী মনির, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ছগির হোসেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শাকিল, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন, বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি নয়ন দাস, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুল খালেক পেদা ইমন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল আলম ইমন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল হোসাইন, দৈনিক নয়া শতাব্দীর পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মিরাজ সিকদার, দৈনিক ইত্তেফাক পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আসাদ গাজী, দৈনিক যায়যায়দিন পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন হিরু, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান সিহাব সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্টিং এবং অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকরা দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি, প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বালিতেলর দাবি জানান বক্তারা।