মো. মহসিন রেজা,শরীয়তপুর◊◊
সারা বাংলাদেশে দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে মডেল মসজিদ গুলোর গণ ভবন থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন তিনি।
এসময় শরীয়তপুর সদর মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি, সচিব, জেলা প্রশাসক পারভেজ রহমান, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল হক, সদর উপজেলার মির্বাহী কর্মকর্তা জোতি বিকাশ, বাংলাদেশ আওয়ামীলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ পারভেজ রহমান জন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুহিবুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রেদওয়ানুর রহমান ভূঁইয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,আলেম ওলামা ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।